প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ২২:০৪
মতলব আদর্শ স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের মৃত্যু
আদর্শ স্কুল মতলবের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক জিএম দেওয়ান মোঃ তোফাজ্জল হোসেন (৬৮) ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...... রাজিউন)। আগামীকাল সকাল 11 টায় মতলব নিউ হোস্টেল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
|আরো খবর
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম দেওয়ান মোঃ তোফাজ্জল হোসেন মতলব পৌরসভার কলাদি গ্রামের দেওয়ান বাড়ির বাসিন্দা। এছাড়াও তিনি প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশন, বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- আদর্শ স্কুল মতলবের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও ইসলামিক সোসাইটি মতলবের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি মোঃ শফিকুর রহমানসহ সদস্যবৃন্দ।