প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৬:১১
ইফার আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা
চাঁদপুর সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট রোববার দুপুরে চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় সদর ইফার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহআলম মল্লিক। প্রধান আলোচক কমিউনিটি পুলিশিং অঞ্চল-৭ এর সাধারণ সম্পাদক সেলিম রেজা। ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে ও জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ শরীফ হোসেন কাজী। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করেন মাওঃ মোঃ মোস্তফা। মিলাদ পরিচালনা করেন আল-আমিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবুল বাশার। দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং বঙ্গবন্ধুর মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন হাওলাদার জামে মসজিদের ইমাম মাওলানা আশেকে এলাহী। উপস্থিত ছিলেন চাঁদপুর শহরের বিভিন্ন মসজিদের ইমামগণ।
ছবির ক্যাপশন।। ইফার আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম মুন্সী।