প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৩:৩১
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় শোক দিবস পালন
চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগস্ট রোববার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সকালে বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও সম্মাননা প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোশারেফ হোসেন ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং স্কাউটস এর সদস্য ও ছাত্রছাত্রী। উপস্থিত ছাত্রদের মধ্য থেকে কবিতাবৃতি ও উপস্থিত বক্তৃতা আয়োজন করা হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ ও দোয়ার পর তবারুক বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস, মোঃ জাকির হসেন, সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, সিনিয়র শিক্ষক মাওলানা হযরত আলী, মাহবুবুর রহমান জুয়েল, মোঃ আক্তার হোসেন, অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন করেন বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, অজয় কুমার চন্দ ও বেলায়েত হোসেন ।