মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ২১:৫৬

শাহরাস্তিতে সাংবাদিক কন্যার সাফল্যে প্রশাসনের শিক্ষা বৃত্তি

শাহরাস্তিতে সাংবাদিক কন্যার সাফল্যে প্রশাসনের শিক্ষা বৃত্তি
শাহরাস্তি ব্যুরো

শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের কন্যা মুশফিকা হেলাল তন্বী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ৩৮ তম স্থান অর্জন করায় তাকে উৎসাহমূলক শিক্ষা বৃত্তি দিয়েছে উপজেলা প্রসাশন।

শনিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে তার পিতার হাতে বৃত্তির চেক তুলে দেন।

জানা যায়, মুশফিকা হেলাল তন্বী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ৩৮ তম স্থান অর্জন করে বায়োকেমিস্ট্রি বিভাগে ভর্তির সুযোগ লাভ করে। ইতোপূর্বে সে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। তার এ গৌরবজনক সাফল্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উৎসাহমূলক শিক্ষা বৃত্তি দেয়া হয়।

এ সময় প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়