প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ১৯:২৬
জাহাঙ্গীর কবির নানকের সাথে চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সাথে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
১৩ আগস্ট ঢাকা ধানমন্ডিতে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুল আজাদ শীতল, সহ-সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মুজিব, সহ-সম্পাদক ফারুক পাঠান, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জহিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল হোসেন চতুলীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টের কার্যক্রমের বিষয় নিয়ে আলোচনা করা হয়। তিনি উক্ত বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ^াস দেন।