প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ২৩:৩৯
শুক্রবার চাঁদপুরে ৭৬ জনের করোনা শনাক্ত, পজিটিভ মৃত্যু ৪
১৩ আগস্ট শুক্রবার চাঁদপুর জেলায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ২৬ শতাংশ। এছাড়া এদিন চারজন করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন। এঁরা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। এই চারজনসহ জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা হলো ২১৬ জন। নতুন শনাক্ত হওয়া ৭৬ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৪৪, হাইমচর ১, মতলব উত্তর ১, মতলব দক্ষিণ ৮, ফরিদগঞ্জ ৮ ও হাজীগঞ্জ উপজেলায় ১৪ জন।
|আরো খবর
এদিকে ১৩ আগস্ট শুক্রবার চাঁদপুরে কোথাও রেপিড এন্টিজেন টেস্ট হয় নি। এদিন শুধু ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ২৮২ এবং মতলব আইসিডিডিআরবিতে হয়েছে ১১টি স্যাম্পল টেস্ট।