প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ২০:৪৯
১৯ আগস্ট খুলেছে মোহনপুর পর্যটন কেন্দ্র
সারাদেশের ন্যায় মোহনপুর পর্যটন লিমিটেড ও বিনোদনকেন্দ্র খুলে দিল সরকার। ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খুলেছে রেস্তোরাঁ ও দোকানপাটও।
|আরো খবর
দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন করে চারটি শর্ত দিয়ে ১৯ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেথ করা হয়েছে।
শুক্রবার বিকেলে মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মিজানুর রহমান প্রেসব্রিফিংয়ে পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, করোনা মহামারি ও লকডাউনে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্থ হয়েছে।
দেশের সব পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। দীর্ঘদিন বিশ্ব মহামারির কারনে মোহনপুর পর্যটন লি. বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। মানবেতর জীবন যাপন করেছিল এর সাথে সংশ্লিষ্ট কর্মচারীরাও। তাই পর্যটন খুলে দেওয়ার ফলে কর্মচারীরাও বেঁচে থাকবে এবং ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন এই ব্যবসায়ী।
কাজী মিজানুর রহমান বলেন, বাংলাদেশের একমাত্র মিঠাপানির বীচ, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর এলাকায় মেঘনা নদীর তীরে বেসরকারী ভাবে আধুনিক মনোমুগদ্ধকর পরিবেশে এ মোগহনপুর পর্যটন লি. গড়ে তোলা হয়েছে।
পর্যটন শিল্পের সঙ্গে বিভিন্নভাবে হাজারো মানুষের জীবিকা জড়িত। তাদের কথা চিন্তা করে পর্যটন শিল্প খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যটন শিল্প খুলে দেয়া হয়েছে। তবে এ বিষয়ে প্রণীত কর্মপন্থার সকল নিয়মাবলি মেনে চলতে হবে।