বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ২০:৩৩

মেয়র জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনায় প্রার্থনা সভা

স্টাফ রিপোর্টার
মেয়র জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনায় প্রার্থনা সভা

নান্দনিক চাঁদপুর পৌরসভা গঠনের স্বপ্নদ্রষ্টা চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনা করে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ প্রার্থনা সভার আয়োজন করেন। ১৩ আগস্ট শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরস্থ শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ- সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি মু্ক্তিযুদ্ধের সংগঠক অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব রাধা গোবিন্দ গোপ, জেলা পূজা উদযাপন পরিষদের বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, তপন সরকার, পরেশ চন্দ্র মালাকার, গোপাল সাহা, লক্ষন চন্দ্র সূত্রধর, কল্পনা রানী সরকার, মৃনাল সাহা, বিবেক লাল মজুমদার, তমাল কুমার ভৌমিক, লিটন সাহা, সন্জীত কুমার পোদ্দার, তিমির নাহা, অনন্ত চক্রবর্তী, ডাঃ সহদেব দেবনাথ, কার্তিক সরকার, কিশোর সিংহ রায়, রন্জিত সাহা মুন্না, জুয়েল কান্তি নন্দু, প্রবীর পোদ্দার, তপন চন্দ, গোবিন্দ সাহা, ভাস্কর দাস, বাবুল পোদ্দার, সুকান্ত দে প্রমুখ।

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনাসভা পরিচালনা করেন শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের পৌরহিত কমল চক্রবর্তী। পূজার আনুষ্টানিকতা সম্পন্ন করেন মন্দিরের সেবাইয়েত শ্রী দিলীপ কুমার চক্রবর্তী। প্রার্থনা সভায় চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশিল সাহার অসুস্থ ছেলে রাজন চন্দ্র সাহা, পুরানবাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রমের প্রতিষ্টাতা সভাপতি কার্তিক চন্দ্র সাহাসহ অসুস্থ সকলের সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়। প্রার্থনাসভায় মন্দিরের ভক্তবৃন্দ ছাড়াও বিভিন্নস্থান থেকে আগত ভক্তবৃন্দ যোগদান করেন। তারা কায়মনোবাক্যে পৌরমেয়রসহ অসুস্থ সকলের দ্রুত সুস্থ্যতা কামনা করে শ্রীশ্রী কালীমাতার নিকট প্রার্থনা করেন। প্রার্থনা পূর্বে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় পৌরমেয়রের সামাজিক কর্মকাণ্ডের বিভিন্নদিক তুলে ধরেন এবং তিনি যেন অতি দ্রুতসময়ে সুস্থ হয়ে জন সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, সেই জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিকট আশীর্বাদ ও দোয়া কামনা করেন। এছাড়াও উপস্থিত ভক্তবৃন্দ করোনাকালীন সময় যারা মৃত্যুবরন করেছেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করেন। প্রার্থনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

ক্যাপসানঃ চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনা করে চাঁদপুর শহরস্থ শ্রী শ্রী কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত প্রার্থনা সভায় প্রার্থনারত ভক্তবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়