প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ১৭:৪৯
মতলব দক্ষিণে রক্তকনা ফাউন্ডেশনের অফিস উদ্বোধন
মতলব দক্ষিণে মানবতার তরে সর্বদা প্রস্তুত শ্লোগানকে সামনে রেখে চলতি বছর সামাজিক ও আর্থমানবতার কল্যাণে কাজ করার জন্য সামাজিক সংগঠন রক্তকনা ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট বিকালে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মিজান ম্যানশনে রক্তকনা ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য অফিস কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
রক্তকনা ফাউন্ডেশনের উপদেষ্টা ও সমাজ সেবক মো. মিজানুর রহমান বৈদ্যের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. কাউছার আহম্মেদ, সাবেক ইউপি সদস্য মো. মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবু সায়েম মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, সৌদি প্রবাসি মো. শফিকুল ইসলাম, রক্তকনা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে অফিস উদ্বোধনের পর এলাকায় করোনা আক্রান্ত রোগীর অক্সিজেন সেবা নিশ্চিত করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয় এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতনতাবৃদ্ধি ও মাস্ক বিরতণ করা হয়।