প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ১৬:০৯
চাঁদপুরে হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ও উপসর্গে ৮ জন মারা গেছেন। এরা ১২ আগস্ট ১২টা থেকে ১৩ আগস্ট ১২টার মধ্যে মারা যায়। এদের মধ্যে তিন জনের করোনা পজিটিভ, অন্যরা ছিলেন করোনা সাসপেক্টেড।
|আরো খবর
যারা মারা গেছেন তারা হচ্ছেন : মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশ গ্রামের আবুল হাশেম (৬০), চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোড এলাকার বানেছা (৭১), ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর কুড়ুমখালী গ্রামের মমতাজ বেগম (৬০), একই উপজেলার রুস্তমপুর গ্রামের আহমদ উল্লাহ (৬২), পাইকপাড়া গ্রামের আলী আহমদ (৬৫), হাজীগঞ্জ উপজেলাে রঘুনাথপুর পিরোজপুর গ্রামের মমতাজ বেগম (৬৫), চাঁদপুর শহরের নতুন বাজার গুয়াখোলা এলাকার বাসন্তী রাণী (৬৫) ও শাহরাস্তির আয়নাতলী নুনিয়া গ্রামের মাকসুদা বেগম (৭০)। এদের মধ্যে বানেছা, আবুল হাশেম ও ফরিদগঞ্জের মমতাজ বেগম করোনা পজিটিভ ছিলেন।