প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ২০:০৬
হাজীগঞ্জে আমেরিকা প্রবাসী মামুন মজুমদারের উদ্যোগে অক্সিজেন কনসেনটেটর প্রদান
হাজীগঞ্জের কৃতি সন্তান সাবেক ইউপি চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মামুন মজুমদারের উদ্যোগে ৩টি অক্সিজেন কনসেনটেটর বিতরন করা হয়েছে। আমেরিকা (ইউএসএ) প্রবাসীদের সংগঠন ‘হাজীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইনক) এর অর্থায়নে এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসেনট্রেটরগুলো বিতরন করা হয়।
|আরো খবর
১২ আগস্ট বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ তানভীর হাসান। অনুষ্ঠানে ভিডিও-কনফারেন্সে বক্তব্য রাখেন, কনসেনটেটর প্রদানেরর উদ্যোক্তা মামুনুর রহমান মজুমদার।
প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ হাবীব উল্যাহ্'র সঞ্চালনে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান মো. সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাখাওয়াত হোসেন, সামাজিক সংগঠন প্রচেষ্টার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শহিদ উল্যাহ্।
এছাড়া একই সংগঠনের উদ্যেগে ছাড়া একই সংগঠনের উদ্যোগে পৌরসভাধীন বলাখাল এলাকার আগুনে পোড়া ও ক্যান্সারে আক্রান্ত অসহায় দুইজন রোগীকে নগদ ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।