বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ১৯:৩১

পৌর মেয়র নাজমুল আলম স্বপনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কচুয়ায় যুবলীগের মানববন্ধন

ফরহাদ চৌধুরি/মেহেদী হাসান
পৌর মেয়র নাজমুল আলম স্বপনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কচুয়ায় যুবলীগের মানববন্ধন

কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের বিরুদ্ধে ‘কচুয়ার ডাক’ নামের ফেসবুক পেজে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। ১২ আগস্ট বৃহস্পতিবার উপজেলা যুবলীগের উদ্যোগে কচুয়া বিশ^রোডের চৌরাস্তা মোড়ে বিকাল ৪টা থেকে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহসান হাবীব জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, লন্ডনে অবস্থানরত ‘কচুয়ার ডাকে’র সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু লন্ডনে বসে কচুয়া ডাক পেজে থেকে কচুয়ার পৌর মেয়র নাজমুল আলম স্বপন সহ কচুয়ার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন সুশীল সমাজের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মনগড়া মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে নিজে ভাইরাল করতে চায়। সে দলীয় নাম ভেঙ্গে নিজেকে পরিচয় দিলেও মূলত সে আওয়ামী লীগের কেউ নয়।

তারা আরো বলেন, কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলমস্বপন তৃনমূল থেকে উঠে আসা একজন নিবেদিত কর্মী। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। নৌকা প্রতীকে দু’বারের নির্বাচিত মেয়র। তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশোভনীয় মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এ আপত্তি জনক মন্তব্য পরিহার করতে হবে। নতুবা আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতশত নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়