প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ১০:৫৪
করোনায় ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের ইন্তেকাল
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মহসিন মজুমদার মন্টু করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহে------------রাজিউন)। ১২ আগস্ট রাত ২টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সদালাপী ও সাদা মনের মানুষ। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে, স্ত্রী, ভাই, বোন, আত্মীয়-স্বজনসহ বহু গুণে রেখে গেছেন। আজ বাদ জোহর জানাযার নামাজ বাবুরহাটস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
|আরো খবর
এদিকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতিে সমবেদনা জ্ঞাপন করছেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম মিজি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ খান, সহ প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহ আলম মজুমদার নান্নু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন শেখ, ফারুক মজুমদার, আবদুল কাদের মিয়া, হুমায়ুন কবির দুলাল মাল, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাটোয়ারী সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীগণ জানিয়েছেন।