প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ২০:৫৯
হাইমচরে কাউছার বেপারীর খাদ্য সহায়তা
হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়ন এর ইউপি সদস্য (৯নং ওয়ার্ডের মেম্বার) মোঃ কাউছার বেপারীর নিজ অর্থায়নে ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের গরীব,অসহায়, হতদরিদ্র, ভ্যান, রিকশা ও অটোরিকশা চালকদের মাঝে চাল,ডাল,আলু ও অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করেন। তিনি বলেন, ৯নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ থেকে গরীব অসহায় মানুষের জন্য যে পরিমান খাদ্য সামগ্রী আসে তা দিয়ে এ অসহায় গরিব দুঃখী মানুষের চাহিদা পূরণ হয় না। কারণ দেশে এখন করোনা প্রাদুর্ভাব বেড়ে গেছে। তাছাড়া হাইমচর উপজেলায় এখন করোনা প্রাদুর্ভাব বেশি। অসহায় মানুষ এখন তাদের কর্ম করতে পারছে না।
|আরো খবর
আমি সম্পূর্ণ নিজ উদ্যেগে আমার ৯নং ওয়ার্ডের গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আমি মনে করি সকল অর্থ, বিত্তশালী ব্যক্তিগণ এভাবে এদের পাশে থেকে সহায়তা করা উচিত।খাদ্য সহায়তা প্রদানে সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর বেপারী,মোঃরুবেল বেপারী,মোঃ হাসিব খান এবং দৈনিক চাঁদপুর কন্ঠের সংবাদকর্মী জনাব মোঃশরীফুল ইসলাম প্রমূখ।