প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ১৯:৩৭
মতলব উত্তরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা স্বেচ্ছা সেবকলীগের প্রস্তুতি সভা
মতলব উত্তর উপজেলার উপজেলা অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিকেলে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিয়া মো.আসাদুজ্জামান , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি শিকদার।
|আরো খবর
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক খসরু ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব আক্তারুজ্জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন -মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মাসুদ সরকার, মাহফুজ সরকার, দূ্র্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন লস্কর, ইসলামাবাদ ইউনিয়ন স্বেছাসেবকলীগের সভাপতি জালাল উদ্দিন ভূইয়া, ফতেপুর পশ্চিম ইউনিয়ন স্বেছাসেবকলীগের সভাপতি গোলাম মোস্তফা, ষাটনল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, মতিন মিয়াজি, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।