শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ১৩:২৫

ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরে অক্সিজেন ও টেলিমেডিসিন সেবা প্রদান

হাসান খান মিশু
ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরে অক্সিজেন ও টেলিমেডিসিন সেবা প্রদান

ডু সামথিং ফাউন্ডেশন এর উদ্যোগে চাঁদপুরে অক্সিজেন ও টেলিমেডিসিন সেবা প্রদান করে আসছেন কয়েক জন স্বেচ্ছাসেবী। চাঁদপুর জেলা পুলিশ লাইনস নার্সারির স্বত্বাধিকারী ও জেলা প্রশাসকের স্বেচ্ছাসেবক টিমের সদস্য সোহান চৌধুরীর তত্ত্বাবধানে করোনাকালীন এ মহাদুর্যোগ ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরের বিভিন্ন অঞ্চলে প্রথমে ৬টি এবং বর্তমানে ১১টি অক্সিজেন সিলিন্ডার এর মাধ্যমে ফাউন্ডেশনের ডাক্তারের পরামর্শের ভিত্তিতে করোণা আক্রান্ত রোগীদের অক্সিজেন থেরাপিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ১০ আগস্ট পর্যন্ত তারা ৩১ জনকে বিনামূল্যে এ সেবা প্রদান করেছেন বলে জানান। এছাড়াও ১শ’ এর বেশি করোণা আক্রান্ত রোগী বিনামূল্যে টেলিমেডিসিন সেবা গ্রহণ করে আসছেন। তারা জানায়, করোণা আক্রান্ত কোন রোগে যদি ১বার ফোন করে তাদের সমস্যা জানান, পরদিন থেকে ডাক্তারগণ প্রতিদিন দুবার করে ১০ দিন পর্যন্ত তাদের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ডু সামথিং ফাউন্ডেশন চাঁদপুরসহ মোট ৪৭ টি জেলায় এ সেবা প্রদান করে আসছে বলে চাঁদপুর জেলায় নিয়োজিত স্বেচ্ছাসেবক গণ জানান।

ডু সামথিং ফাউন্ডেশনের চাঁদপুর জেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন জেলা প্রশাসন স্বেচ্ছাসেবকের টিম লিডার ওমর ফারুক, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান, স্বেচ্ছাসেবক বাবু পাঠান, রুবেল, মহিউদ্দিন সবুজ, কাউসার, মিরাজ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়