শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৫ মে ২০২৩, ২১:৫৬

খোলা ভ্যানে পরিবহনকালে ২০ কেজি গাঁজা জব্দ

কামরুজ্জামান টুটুল
খোলা ভ্যানে পরিবহনকালে ২০ কেজি গাঁজা জব্দ

প্রকাশ্যে দিনে দুপুরে রিক্সা ভ্যানে করে পরিবহনকালে ২০ কেজি গাঁজা জব্দ করাসহ মো. মনির হোসেন সাগর (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫) মে দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার এনায়েতপুর এলাকা থেকে গাঁজা ও ভ্যানগাড়িটি আটক হয়। রিক্সা ভ্যানটি কুমিল্লা থেকে চাঁদপুরে যাওয়ার পথে পুলিশ চেক পোষ্টে জব্দ হয়। আটককৃত মাদক কারবারি মো. মনির হোসেন সাগর কুমিল্লা জেলার চান্দিনা থানার মোহনপুর ইউনিয়নের কংগাই গ্রামের মো. আব্দুল হকের ছেলে। পুলিশ জানায়, এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় পুলিশ নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযানে বসে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স। এ সময় কুমিল্লা থেকে হাজীগঞ্জমুখী সন্দেহজনক একটি ভ্যানগাড়ি তল্লাশী করে ২০ কেজি গাঁজা জব্দসহ একজনকে আটক করা হয়। উপ - পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজ জানান, পুলিশের চোখ ফাঁকি দিতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে মাদক কারবারিরা। এতোদিন বাস, সিএনজিচালিত স্কুটার তল্যাশি করে গাঁজা জব্দ করি। আজকে খোলা ভ্যান রিক্সা প্রকাশ্যে গাঁজা পরিবহন দেথে আচার্য্য হয়ে গেলাম। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা প্রকৃয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়