বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ১৯:১০

এক হাজার মানুষের মাঝে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের খাবার বিতরণ শুরু

অনলাইন ডেস্ক
এক হাজার মানুষের মাঝে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের খাবার বিতরণ শুরু

চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব ছিন্নমূল অসহায় এক হাজার মানুষের মাঝে বিনামূল্যে তৈরি খাবার বিতরণ শুরু করেছে। মঙ্গলবার ১০ আগস্ট দুপুরে চাঁদপুর শহরের কাবি নজরুল সড়কস্থ রোটারী ভবন ও পুরাণবাজারস্থ দাসপাড়া নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রথম ধাপে দুই শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

চাঁদপুর রোটারী ভবনের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের বর্তমান সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ আরএফএসএম, সাধারণ সম্পাদক রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার আরএফএসএম, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি অধ্যাপক জাকির হোসেন আরএফএসএম, আইপিপি রোটাঃ নাসির উদ্দিন খান পিএইচএফ, সহ-সভাপতি রোটাঃ খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন আরএফএসএম।

নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে রোটারিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোটাঃ তমাল কুমার ঘোষ আরএফএসএম ও রোটাঃ গোপাল সাহা পিএইচএফ। রোটাঃ তমাল কুমার ঘোষ তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর শহরে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। করোনাকালীন সময়ে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যরা যে উদ্যোগটি নিয়ে তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা করোনাকে ভয় না পেয়ে সচেতন থাকতে হবে। কিছুক্ষণ পরপর হাত সাবান বা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। হাত, নাক, মুখ নিরাপদে রাখলে এবং মাস্ক ব্যবহার করলে আমরা করোনা থেকে সুরক্ষিত থাকতে পারবো। আমাদের সকলকে করোনাকে নিয়েই জীবনযাপন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকতে হবে।

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রোঃ নিলয় দে, সচিব রোঃ নাজিম উদ্দিন, আইপিপি রোঃ দেলোয়ার হোসেন সুমন, সাবেক সভাপতি রোঃ রেজাউল ইসলাম রকি, এনামুল ইসলাম সাব্বির, সহ-সভাপতি রোঃ শাহরিয়ার খান হিমেল, রোঃ কাজী আজিজুল হাকিম, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোঃ নাজমুন নাহার, জয়েন্ট সেক্রেটারী রোঃ আফজাল কাজী, রোঃ ইয়াদগীর রুবেল, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর নয়ন পোদ্দার, এডিটর রোঃ বেভিন্টন চন্দ্র কিরণ, সদস্য রোঃ নিশাত বসু। চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ জানান, মানুষের মাঝে রান্না করা খাবার কয়েক ধাপে শহরের বিভিন্ন স্থানে বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়