শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৫ মে ২০২৩, ২২:০২

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ৭০ জনের মনোনয়নপত্র জমা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ৭০ জনের মনোনয়নপত্র জমা

আসছে ৩১ মে বুধবার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ৭০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭২ জন প্রার্থী। ১৫ মে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইকবালুজ্জামান ফারুক, নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ সেলিম মিয়া, সদস্য সচিব মনিরুজ্জামান বাবলুর কাছে মনোনয়পত্র জমা দেন। দপ্তর সম্পাদক প্রার্থী প্রদীপ সাহা ও ৩নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোঃ ওলি উল্যাহ তাদের মনোনয়নপত্র জমা দেননি।

নির্বাচন কমিশন সূত্র জানায় , দপ্তর সম্পাদক পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে ৩নং ওয়ার্ড কমিশনারের ৩টি পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন : সভাপতি পদে বর্তমান সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সাবেক সভাপতি রোটাঃ আহসান হাবিব অরুণ ও ইকবাল হোসেন মজুমদার। সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল কাদের (কেবিএফ) ও হাজী মোঃ ওমর ফারুক সর্দার। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, মোঃ জাকির হোসেন মিন্টু, মোঃ আলী নেওয়াজ রোমান, মোহাম্মদ ওমর ফারুক ও এবায়েদুর রহমান খোকন বলি।

সহ-সাধারণ সম্পাদক পদে বর্তমান সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শাবু, শেখ তোফায়েল আহমেদ ও মোঃ এমরান হোসেন মুন্সী। সাংগঠনিক সম্পাদক পদে হাফেজ মোঃ আবুল কাশেম, আবু হেনা বাবলু, আবু নোমান রিয়াদ (রিয়াজ), মোঃ শহীদুল্লাহ্, শরীফ গাজী ও ফয়সাল আহমেদ। কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ সাংবাদিক হাছান মাহমুদ ও মোঃ হারুন অর রশিদ। দপ্তর সম্পাদক পদে বর্তমান দপ্তর সম্পাদক আবুল কাসেম মুন্সী, মোঃ মোরশেদুল আলম ও মোঃ আরিফুল ইসলাম।

প্রচার সম্পাদক পদে বর্তমান প্রচার সম্পাদক মোঃ ইমামুল হাসান কাজী হেলাল, মোঃ হাবিবুর রহমান আখতার ও কাউছার আহমেদ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মানিক মজুমদার, মোঃ হাছান পাটওয়ারী ও মোঃ সফিকুর রহমান। বাণিজ্য সম্পাদক পদে মোঃ মোশারফ হোসেন টিটু ও মোঃ আব্দুল মজিদ। শিল্প বিষয়ক সম্পাদক পদে জিসান আহমেদ ছিদ্দিকী, হাফেজ মোঃ মহসিন ও মোঃ ইউছুফ পাটওয়ারী। মহিলা বিষয়ক সম্পাদক পদে সুবর্ণা আক্তার, তাছলিমা আক্তার মুক্তা ও হাসিনা আক্তার শেলী মনোনয়নপত্র দাখিল করেন।

অপর দিকে ওয়ার্ড কমিশনার পদে ১নং ওয়ার্ড থেকে মোঃ মনির হোসেন সর্দার, মোঃ মহিবুর রহমান খোকন ও মোঃ জাকির হোসেন। ২নং ওয়ার্ড থেকে মোঃ মনির হোসেন সাগর, মোঃ বাহার উদ্দিন হেলাল, শামছুদ্দিন খান ও মোঃ মিজানুর রহমান। ৩নং ওয়ার্ড থেকে মোঃ মহিউদ্দিন মাইনু, আমির হোসেন ও মোঃ জসিম খাঁন। ৪নং ওয়ার্ড থেকে মোঃ মেন্দু মিয়া, মোঃ আব্দুর রহিম, বশির আহমেদ বাদল ও মোঃ সাইফুল ইসলাম।

৫নং ওয়ার্ড থেকে মোঃ খোরশেদ আলম, মোঃ মিজানুর রহমান, হাজী মোঃ মোস্তফা কামাল, মোঃ ইয়াছিন আরাফাত ও হাবিবুর রহমান মোহন। ৬নং ওয়ার্ড থেকে তাপস সাহা, মোঃ হান্নান মুন্সী, মোঃ নূরে আলম ভূঁইয়া সেলিম ও মিঠু সাহা। ৭নং ওয়ার্ড থেকে মোঃ হাছান হাজারী, মোঃ জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, হানিফ ও আল আমিন এবং ৮নং ওয়ার্ড থেকে মোঃ মামুন, মোঃ মাসুদ মজুমদার ও মোঃ শাহআলম মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, ১৬ মে মঙ্গলবার মনোয়নপত্র যাচাই-বাছাই ও ১৮ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার, ২০ মে (শনিবার) চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ৩১ মে (বুধবার) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়