শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১০ মে ২০২৩, ১৯:৪৪

৩১ মে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

কামরুজ্জামান টুটুল
৩১ মে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আসছে ৩১ মে (বুধবার) হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বুধবার (১০ মে) বিকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন তফসিল ঘোষণা করেন, দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক। এ সময় তিনি সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আসছর ১১ মে বৃহস্পতিবার ও ১৩ মে শনিবার দুই দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ১৫ মে সোমবার মনোনয়নপত্র দাখিল, ১৬ মে মঙ্গলবার মনোয়নপত্র যাচাই-বাছাই, ১৮ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার, ২০ মে শনিবার চুড়ান্ত প্রার্থীতা তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর প্রচার-প্রচারণা শেষে আগামি ৩১ মে বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের সদস্য সচিব মনিরুজ্জামান বাবলু।

শর্তানুযায়ী সমিতি কর্তৃক নির্ধারিত ফি জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ এবং মনোনয়ন ফি’র মূল রশিদ সংযুক্ত করে সীল গালা খামে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীর প্রস্তাব ও সমর্থনকারী অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং প্রার্থী স-শরীরে উপস্থিত থেকে মনোনয়ন প্রত্যাহার করবেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারকৃত প্রার্থীর জমাকৃত ফি অফেরযোগ্য।

একই প্রতীকের জন্য একাধীক প্রার্থী আবেদন করলে তা লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। তফসিল ঘোষণা শেষে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, নির্বাচন কমিশনার অধ্যাপক মো. সেলিম। এ সময় উপজেলায় কর্মরত সকল পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়