শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১০ মে ২০২৩, ১৯:৪৭

পানিতে ডুবে প্রাণ গেল রায়হানের

কামরুজ্জামান টুটুল
পানিতে ডুবে প্রাণ গেল রায়হানের

নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে প্রান গেলো মো. রায়হান ( ১৯ মাস) নামের এক শিশুর। বুধবার (১০ মে) হাজীগঞ্জ উপজেলা বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল কাইয়ুমের ছেলে।

নিহতের স্বজনরা জানান, এদিন সকালে নিজ বাড়ির ওঠানে অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিলো শিশু মো. রায়হান। খেলাধূলার এক পর্যায়ে শিশুটিকে বেশ কিছুক্ষন দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। পরে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ দিকে শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার, নিকট আত্মীয়-স্বজনসহ ওই বাড়ির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই মো. রায়হান নামের শিশুটি মারা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়