বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ জুন ২০২১, ২০:২০

শাহরাস্তিতে নিজ উদ্যোগে রাস্তা মেরামত করলেন ব্যবসায়ী মানিক

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে নিজ উদ্যোগে রাস্তা মেরামত করলেন ব্যবসায়ী মানিক

বর্তমান বর্ষা মৌসুমে বৃষ্টির ফলে শাহরাস্তির বহু রাস্তাই যান চলাচলের জন্য অনুপোযোগী হয়ে পড়েছে। তেমনি একটি রাস্তা শাহরাস্তি পৌর এলাকার ১২ নং ওয়ার্ডের নোয়াগাঁও - কালিগঞ্জ সড়ক। এ সড়কের শেষ প্রান্তে তৈরি হচ্ছে ডাকাতিয়া নদীর উপর কালিগঞ্জ- নবাবপুর সেতু। বর্তমানে উক্ত সেতুর কাজ এগিয়ে চলছে। উক্ত সড়কের প্রায় দেড় কিলোমিটার পথ কাঁচা হওয়ায় কালিগঞ্জ, নবাবপুর, রাজাখা এলাকার জনগণ দূর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে সড়কটি দিয়ে জনগণ যাতায়াত করতে হিমশিম খাচ্ছে।

এলাকাবাসী জানায়, তারা স্হানীয় কাউন্সিলর শাহ নেওয়াজের কাছে রাস্তাটি মেরামতের জন্য আবেদন করলে তিনি জানান, পৌরসভা কর্তৃক কোনো বরাদ্দ না থাকায় তারা রাস্তাটি মেরামত করে দিতে পারছে না। জনগণের এ দূর্ভোগ দেখে স্হানীয় ব্যবসায়ী মোঃ মানিক হোসেন রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করেন। গত ২৩ জুন তিনি ইট ও বালু দিয়ে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন। প্রায় ১৮ জন শ্রমিক দিনব্যাপি রাস্তাটি মেরামত করতে কাজ করেন।

স্হানিয়রা জানান, ইতিপূর্বেও ব্যবসায়ী মানিক নিজ উদ্যোগে বেশ কয়েকবার রাস্তাটি মেরামত করে দেন। এছাড়াও তিনি বিগত কয়েক বছর আগে শাহরাস্তি উপজেলার প্রধান সড়কে যান চলাচলের উপযোগী করতে কাজ করেন।

ব্যবসায়ী মানিক জানান, তিনি কয়েক হাজার ইটের কণা, কয়েক ট্রাক বালু দিয়ে রাস্তাটি মেরামতের কাজ করছেন। জনগণের উপকারের জন্য তিনি এ অর্থ ব্যয় করছেন। এলাকাবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।

এলাকার জনগণ ব্যবসায়ী মানিকের জনসেবামূলক মানবিক কাজকে স্বাগত জানিয়েছেন। স্হানীয় কাউন্সিলর শাহ নেওয়াজ জানান, পৌরসভার কোন বরাদ্দ পাওয়া যায় নি তাই রাস্তাটি মেরামত করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ পেলে উদ্যোগ নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়