শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৫ মে ২০২৩, ২১:০১

চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ

সোহাঈদ খান জিয়া
চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তিতে জোরপূর্বক পাকা দোকান নির্মাণ করা অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, প্রবাসী কবির বেপারীর নেতৃত্বে দক্ষিণ বেপারী বাড়ির শাহাদাত শ্রমিক দিয়ে দোকান নির্মাণ কাজ করে। সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ না করার জন্য বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিষেধ করলেও তারা সে নিষেধকে অমান্য করে আজ শুক্রবার সকালে প্রভাব বিস্তার করে নির্মাণ কাজ করে। বিষয়টি বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানতে পেরে লোক পাঠিয়ে কাজ না করার জন্য নিষেধ করে যায়। এমনকি দেওয়াল ভেঙে দেয়।

এব্যাপারে স্থানীয় লোকজন জানান, কবির বেপারীর নেতৃত্বে দক্ষিণ বেপারী বাড়ির শাহাদাত সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ কাজ করে। দোকান নির্মাণ না করার জন্য সরকারি লোকজন এসে নিষেধ করে যায়। তারপর ও তারা কার খুঁটির জোরে প্রশাসনকে বৃদ্ধাঙুলি প্রদর্শন করে আজকে পুনরায় দোকান নির্মাণ কাজ করে। এদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, সরকারি সম্পত্তিতে প্রথমে দোকান নির্মাণ কাজ করতে গেলে আমরা নিষেধ করে দিয়ে আসি এমনকি দেওয়াল ভেঙে দেই।আমাদের নিষেধ অমান্য করে আজ শুক্রবার আবারো দোকান নির্মাণ কাজ করার খবর পেয়ে সাথে সাথে লোক পাঠিয়ে কাজ বন্ধ রাখি।এমনকি দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়