প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ২০:০৯
কচুয়ায় করোনা মহামারী থেকে পরিত্রান পেতে খতমে ইউনুস
করোনা মহামারী সহ বিভিন্ন বালা-মুসিবত থেকে পরিত্রান পাওয়ার জন্য উপজেলা সাতবাড়িয়া নূরে জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে খতমে ইউনুস শরীফের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বাদ আসর খতম শুরু হয় ও বিকেল সাড়ে চারটায় আখেরি মোনাজাত করা হয়।
|আরো খবর
মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া উপজেলা শাখার সভাপতি মৌলভী আব্দুল হক সাহাজি শাহাজি।
মোনাজাত পূর্বে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গোহট উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন, সহ-সভাপতি ও মোতওয়াল্লী আনোয়ার উল্লাহ।
খতমের সার্বিক তত্ত্বাবধান করেন সাতবাড়িয়া নুরি মসজিদের খতিব মাওলানা শাফায়াত হোসেন। খতমে ইউনুসে এলাকার আলেম- ওলামাগণ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন গণ অংশগ্রহণ করেন।