বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ১৬:১৩

মতলব উত্তরের জলাবদ্ধতা ও বন্ধ খাল পরিদর্শনে ইউএনও (দেখুন ভিডিও ক্লিপ)

মাহবুব আলম লাভলু

বিগত কয়েক দিনের প্রবল বর্ষণে চাঁদপুরের মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খাল দখল ও ভরাট, ময়লা-আবর্জনায় খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি সড়তে পারছে না জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান সোমবার (৯ আগসট) ঘনিয়ার পাড়,ঠাকুর চর, ছেংগারচর, বালুর চর, কলাকান্দা, হানির পাড়, মিলারচর, পাঁচআনী, মাথাভাঙ্গা, লেদামদি, নাউরীসহ বিভিন্ন এলাকার বৃষ্টির পানিতে সৃস্ট জলাবদ্ধতা সরেজমিনে ঘুরে দেখেন। তিনি পানি নিস্কাশন বন্ধ হয়ে আছে এমন খাল গুলো ঘুরে দেখেন। তার মধ্যে ছেংগারচর বাজার এলাকার পাউবোর খালটি দেখে তিনি অভাগ হয়ে যান।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান পরিদর্শনকালে কৃষকদের সাথে কথা বলেন এবং সমস্যা সমাধানের সর্বোচ্চ দিয়ে চেস্টা করবেন জানান। উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, কয়েকদিনের ভারী বর্ষনে সেচ প্রকল্পের ভিতর জলাবদ্ধতার সৃস্টি হযেছে। আমি ভিবিন্ন এলাকা ঘুরে দেখেছি। ফসলি জমি, মৎস্য খামার,রাস্তা,বাড়ি তলিয়ে আছে। নিস্কাশন খাল গুলোতে বিভিন্ন স্থান দিয়ে প্রতিবন্ধকতা সৃস্টি ও সংস্কার না করায় বৃষ্টির পানি সড়তে পারছে না। আমি পাউবোর নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। পাউবোর কর্তৃপক্ষ পানি নিস্কাশন খালগুলো দখল মুক্ত ও সংস্কারের ব্যবস্থা নেন। পাম্পের মাধ্যমে পানি দ্রুত নিস্কাশনের ব্যবস্থা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়