শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ১৯:৪৯

ফরিদগঞ্জ এ আর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদপূর্ণমিলনী

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ এ আর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদপূর্ণমিলনী

ফরিদগঞ্জ উপজেলা সদরের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী উপৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মননা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং উচ্চ শিক্ষা গ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান করা হয়।

ঈদের পরদিন রোববার সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পৌর মেয়র যুদ্ধাহত বরিমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব নুরুল আমিন। উদযাপন পরিষদের সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রদান শিক্ষক রফিকুল আমিন কাজলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, বিশেষ অতিথি অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাবিবুর রহমান, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা বক্তব্য রাখেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রখেন ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসোসিয়েশনের আহ্বায়ক মহেশ চন্দ্র শর্মা, সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, শাহজাহান কবির, ফরিদ আহমেদ রিপন প্রমুখ। বিকালে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়