শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ২০:৪৯

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন

চাঁদপুর সদর উপজেলা ৭নং তরপুরচণ্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আনোয়ার গাজীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা শেখ মুহাঃ জয়নাল আবদীনের নেতৃত্বে চাঁদপুর জেলা আন্দোলনের একটি প্রতিনিধিদল।

২২ মার্চ বিকেল ৪টায় ক্ষতিগ্রস্ত আনোয়ার গাজীর বসত ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্র কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বস্ব হারিয়ে আনোয়ার গাজী অনেকটা বাকরুদ্ধ।

ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সব খোঁজখবর নেয়ার পর তাদেরকে সান্তনা দেন এবং বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। পরে ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাঃ জয়নাল আবদীন অসহায় পরিবারের অভিভাবক আনোয়ার গাজীর হাতে নগদ অর্থ তুলে দেন পাশাপাশি ঘরের প্রয়োজনীয় সামগ্রী ও আসবাবপত্র ক্রয় করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় স্থানীয় আন্দোলনের নেতা-কর্মীসহ আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, সহ-সংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসাইন বিন নূরী, অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ বেলাল, শ্রমিক আন্দোলন সভাপতি আবুল বাশার তালুকদার, চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সেক্রেটারি শরীফ মৃধা, শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মাওঃ ফখরুল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি মুহাঃ সেলিম হোসাইন, মোঃ মনির হোসেন ও আহসান উল্লাহসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়া স্থানীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ সরদার, আহসান হাবিব, জাহাঙ্গীর গাজীসহ আরো অনেক নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচণ্ডী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল কুদ্দুসসহ সকল নেতৃবৃন্দকে এ ব্যাপারে ধন্যবাদ জানান। পরিশেষে অসহায় পরিবারের জন্য মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়