বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ২০:০৩

হাইমচরে ইউনিয়ন কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে ইউনিয়ন কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়

করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতিতে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান কার্যক্রমের শুরুর দিনই হাইমচরের ৬টি ইউনিয়নে সর্বসাধারণের উপচে পড়া ভিড়। সামাজিক দুরত্ব বজায় রেখে দিনব্যাপী প্রতিটি ইউনিয়নে টিকা কার্যক্রম অব্যাহত ছিলো।

গতকাল ৭ আগস্ট ২০২১ শনিবার সকাল থেকে গণটিকা কার্যক্রমের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। প্রথমদিনে সকাল ৮টা থেকে দিনব্যাপী ৬ টি ইউনিয়নে টিকা কেন্দ্রের প্রতিটিতে ২টি বুথের মাধ্যমে ৩২৬৬ জনকে এ টিকা দেওয়া হয়। ১নং গাজীপুর ইউনিয়নে ৫২৮ টি, ২নং আলগী উত্তর ইউনিয়নে ৬০০ টি, ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নে ৫৮৮ টি, ৪নং নীল কমল ইউনিয়নে ৬০০ টি, ৫ নং হাইমচর ইউনিয়নে ৩১০ টি, ৬ নং চরভৈরবী ইউনিয়নে ৬০০ টি টিকা দেওয়া হয়েছে।

উপজেলার গণটিকা কেন্দ্রের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি কেন্দ্রেই বৃষ্টি উপেক্ষা করে টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড়। নারী পুরুষ কেউই সামাজিক দুরত্বের প্রতি তোয়াক্কা করেনা। কেন্দ্রে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও আইনশৃংখলা বাহিনীকে হিমশিম খেতে দেখা গেছে। তবে টিকা নিতে আসা লোকজনকে মাক্স পড়তে দেখা গেছে।

টিকা প্রত্যাশীরা জানান, প্রতিটি কেন্দ্রে যে পরিমাণ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে, তা থেকে আমরা পাবো কি-না সন্দিহান। লাইনে দাঁড়ানো রয়েছেন হাজারো টিকা প্রত্যাশী। তাই টিকা দিতে পারবেন কিনা, অনেকেই এ নিয়ে দ্বিধা দ্বন্ধে রয়েছেন। তবে টিকা নিতে আগ্রহ দেখে অনেকেই খুশি হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ বেলায়েত হোসেন জানান, আজ থেকে ইউনিয়ন পর্যায়ে গনটিকা কার্যক্রম শুরু হয়েছে। ইউনিয়ন টিকা কেন্দ্রে ঘুরে দেখলাম সর্বসাধারণের মাঝে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। ২৫ উর্ধ্ব সকল নাগরিকের কেউ কেউ টিকা কার্ড হাতে আবার কেউ আইডি কার্ড হাতে ভিড় জমিয়েছেন টিকা কেন্দ্র গুলোতে। আগামী সেপ্টেম্বর থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলেই টিকা গ্রহণের সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়