প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১৯:০১
চাঁদপুরে জাটকা রক্ষা অভিযানে আরো ১৭ জেলে আটক
চাঁদপুর মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করায় গত ২৪ ঘণ্টায় ১৭ জেলেকে আটক করেছে নৌ-পুলিশের সহযোগিতায় জেলা টাস্কফোর্স। এ সময় ৭১ কেজি জাটকা ইলিশ, ৫টি নৌকা ও ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
|আরো খবর
মঙ্গলবার রাত দেড়টায় এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। তিনি জানান, জাতীয় মাছ রুপালী ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতকরণ ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চলমান রয়েছে। সোমবার (১২ মার্চ) রাত ১২টা থেকে ১৩ই মার্চ মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর, মিনি কক্সবাজার, হরিনা ফেরিঘাট, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম,জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ১৭ জেলেকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মৎস্য আইনে তিনটি মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, এ সময় জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও আটককৃত জাটকা ইলিশ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।