বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ১৬:০০

স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ডেন্টিস্ট সোহাগ

মেহেদী হাসান
স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ডেন্টিস্ট সোহাগ

স্বেচ্ছাশ্রমে করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে যাচ্ছেন ডেন্টিস্ট মানিক মজুমদার সোহাগ। তিনি বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের (বিএমটিপি) চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক। করোনার প্রথম ধাপে তিনিসহ পরিবারের সকলেই করোনায় আক্রান্ত হন। পরিবারের সবাই করোনাকে জয় করলেও ভাগ্যের নির্মম পরিহাস সেই করোনা কেড়ে নিল তাঁর মাকে। ডেন্টিস্ট মানিক মজুমদার সোহাগ সেই থেকে ব্রত নিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, সপ্তাহে ৩ দিন করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের নমুনা সংগ্রহ করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও সিনিয়র নার্সদের পাশাপাশি তিনিও ওই হাসপাতালের ডাক্তার না হয়েও স্বেচ্ছাসেবী হিসাবে করোনায় উপসর্গ রোগীদের নমুনা সংগ্রহ করছেন। তাঁর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলাবাসী।

এক প্রতিক্রীয়া ডেন্টিস্ট মানিক মজুমদার সোহাগ জানান, এই মহামারী করোনার ভয়াবহতা খুব কাছ থেকে দেখছি এবং নিজে আক্রান্ত হয়ে বুঝেছি। করোনায় ভাইরাস যে কতটা নিষ্ঠুর সেটা আমি হারে হারে বুঝেছি আমার মাকে হারিয়ে। করোনা রোগী দেখলেই আমার সেই কষ্টের কথা মনে পরে যায়। তাই ব্রত নিয়েছি, যতদিন বাঁচবো করোনা রোগীদের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাবো।

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ জানান, করোনার এই মহামারীর সময়ে আমাদের ডাক্তারদের পাশে থেকে স্বেচ্ছাসেবী হিসাবে ডেন্টিস্ট মানিক মজুমদার সোহাগ করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের সেম্পল ও সেবা দিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়