প্রকাশ : ০৮ মার্চ ২০২৩, ১৯:০৭
ফরিদগঞ্জে নারী দিবসে বিতর্ক, র্যালি ও আলোচনা সভা
বিতর্ক প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। 'ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিসন' এ প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৮ মার্চ (বুধবার) সকালে ফরিদগঞ্জ উপজেলা চত্ত্বর থেকে র্যালির মাধ্যমে শুরু দিবসটির মূল আনুষ্ঠানিকতা।
|আরো খবর
র্যালি শেষে ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে "নারী এগিয়ে যাওয়ায় সমাজের চেয়ে পরিবারের বাধা অধিক " এ প্রস্তাবনায় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্ক বিষয়ের পক্ষদলে বিতর্কে অংশ নেয় ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল বিষয়ের বিপক্ষে অংশ নেয় ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। অত্যন্ত প্রাণবন্ত বিতর্কটি জয় লাভ করে বিষয়ের পক্ষদল ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলপ্রধান জেরিন জামান তারানা।
বিতর্ক প্রতিযোগিতা শেষে উপস্থাপক শামীম হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজলা সহকারী কমিশনার (ভুমি) আজিজুনাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাধেশ্যাম চন্দ্র কুরী, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা সহকারী প্রোগ্রামার নাজমুল হোসেন, বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রফিক উল্যা, ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এবং ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্যান্যরা।