প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ১৬:১৬
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে।
|আরো খবর
সকালে চাঁদপুর সরকারি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক কামরুল হাসান জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি নাছিরর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। পরে একে-একে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক-পৃথকভাবে কর্মসূচি পালন করে।
এদিকে দিনের অনান্য কর্মসূচির মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা উত্তোলন, শিশু একাডেমিতে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, নগরীর বিভিন্নস্থানে জাতির জনকের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মাইকে প্রচার, শিক্ষার্থীদের মধ্যে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের কপি বিতরণ, জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন। বিভিন্নস্থানে জাতির পিতার জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন। ৭ মার্চ বেলা ১১টায় জেলা প্রশাসন,চাঁদপুর কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর 'ঐতিহাসিক ৭ মার্চ দিবস' ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), পুলিশ সুপার, চাঁদপুর, নাছির উদ্দিন আহমেদ, সভাপতি, জেলা আওয়ামী লীগ,চাঁদপুর, আবু নঈম পাটওয়ারী দুলাল, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, চাঁদপুর, মো: জিল্লুর রহমান জুয়েল, মেয়র,চাঁদপুর পৌরসভা, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, রতন কুমার মজুমদার, অধ্যক্ষ, পুরানবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর, এএইচএম আহসান উল্লাহ, সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।
সম্মানিত আলোচকবৃন্দ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যেন জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব অনুধাবন করে এবং বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। অত:পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), চাঁদপুর।