প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৯:০৬
জাটকা রক্ষায় জনসচেতনতা সভা ও নৌ র্যালি
চাঁদপুরে জাটকা ইলিশসহ দেশের মৎস্য সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি,মৎস্যজীবী সংগঠন, স্থানীয় নেতৃবৃন্দ ও জেলে সম্প্রদায়ের সমন্বয়ে জনসচেতনতা সভা ও নৌ র্যালি করেছে জেলা টাস্কফোর্স।
|আরো খবর
বুধবার (১ মার্চ) চাঁদপুর শহরের বড়স্টেশন বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রের মোলহেডে এ সভা অনুষ্ঠিত হয়।চাঁদপুর ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি এ আয়োজন করে।
সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। বক্তব্য রাখেন, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান, উধ্বর্তন মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল আলম।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস,রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম,
মৎস্যজীবী প্রতিনিধি শাহআলম মল্লিক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোসা,জেলা সমাজসেবা কর্মকর্তা রজতশুভ্র, সদর ইউএনও সানজিদা শাহনাজ নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার রাঢ়ি, রফিকুল্লাহ পাটোয়ারীসহ কোস্টগার্ড, নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ অসাধারণ জেলেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাধারণত নভেম্বর থেকে মে মাস পযর্ন্ত নদীতে প্রচুর জাটকা পাওয়া যায়। এ সময়ে যাতে জেলেরা জাটকা নিধন করতে না পারে সে জন্য সকল মহলকে সচেষ্ট বিশেষ করে জেলেদের আইন মানতে হবে।জাটকা সংরক্ষণ হলে দেশ ইলিশ উৎপাদনে সমৃদ্ধ হবে এবং জেলেরাই তার সুফল পাবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ২০২২-২৩ অর্থ বছরে 'ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা' শীর্ষক প্রকল্পের আওতায় ১ মার্চ হতে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত চাঁদপুরে অভয়াশ্রম বাস্তবায়ন ও জাটকা রক্ষায় জেলে সম্প্রদায় সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
সভা সঞ্চালনা করেন উপজেলা মাহবুব রশিদ। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দ ও জেলে সম্প্রদায়কে সঙ্গে নিয়ে জাটকা রক্ষায় জেলা টাস্কফোর্স কমিটি নদীতে জেলে সচেতনতায় নৌ র্যালি অনুষ্ঠিত হয়।