প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ২২:২৯
কচুয়ায় রাজীব আহমেদ রাজুর অক্সিজেন সেবা উদ্বোধন
বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে অক্সিজেন সংকট নিরাময়ে কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির ব্যক্তিগত সহকারী রাজীব আহমেদ রাজুর উদ্যোগে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
৬ আগস্ট শুক্রবার সকালে মাঝিগাছা বিতারা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এই অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়।
রাজীব আহমেদ রাজু ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকদের কাছে তিনটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের ফলে সারা দেশে অক্সিজেন সংকটের সৃষ্টি হয়েছে। যার ফলে মাঝিগাছা গ্রামবাসী ও প্রবাসীদের সাথে আলোচনা করে আমি অক্সিজেন সেবার উদ্যোগ নেই। প্রাথমিক ভাবে আমরা চিকিৎসকরের পরামর্শক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে৷ অক্সিজেন সেবা প্রদান করছি।
আমাদের এ সেবা অব্যাহত থাকবে। যারা এ কার্যক্রমে আমাকে সার্বিক সহযোগীতা করেছেন আমি আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন, বিতারা ইউনিয়নের অস্তগত ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বিল্লাল সেন, সহ-সভাপতি রুবেল বেপারী, বিতার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঞা মো: সোহেল, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক অাক্তার অাহম্মেদ লালসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।