প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ২১:৩৬
নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে তৃতীয় বার সভাপতি সুমন
হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য এস এম আল মামুন সুমন। একই চিঠিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব এবং শিক্ষক প্রতিনিধি প্রশান্ত কুমার দাশ ও অভিভাবক প্রতিনিধি ফাতেমা বেগমকে সদস্য মনোনীত করা হয়।
|আরো খবর
গতকাল ৫ আগষ্ট ২০২১ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা কর্তৃক প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ (১) ধারা অনুসারে এ এডহক কমিটির অনুমোদন দেয়া হয়। সেই সাথে আগামী ৬ মাসের মধ্যে বিধি মোতাবেক পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ দেন কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে তৃতীয় বারের মতো নির্বাচিত সভাপতি এস এম আল মামুন সুমন উপজেলার এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয়েও সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, একটি বিদ্যালয়ের উন্নতি কিংবা অবনতি নির্ভর করে সঠিকভাবে বিদ্যালয় পরিচালনার উপর। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ শিক্ষকদের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করছি। একই সাথে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য সকলের দোয়া প্রত্যাশা করছি।