বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১৯:৪২

মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করি : নির্বাচন কমিশনার আনিছুর রহমান

প্রবীর চক্রবর্তী
মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করি : নির্বাচন কমিশনার আনিছুর রহমান

মানুষের পাশে দাঁড়ানো নিজের কর্তব্য মনে করি। তাই নিজের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সাথে সাথে নিজের শশুড় বাড়ির মানুষের পাশেও দাঁড়িয়েছি। শীতবস্ত্র আরো পূর্বেই দেয়ার কথা থাকলেও নানা ব্যস্ততার কারণে এতদিন সম্ভব হয়নি। মনে করেছিলাম শীত শেষ হয়ে গিয়েছে, তবে আজ ঢাকায় যেই শীত পড়েছে, তাতে মনে হয় আরো কিছুদিন শীতের তীব্রতা থাকবে। আজ আপনাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমি নিজে ছাড়াও আমার স্ত্রী আপনাদের সন্তান গর্বিত। রোববার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা বারপাইকা গ্রামে সাবেক এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম সফিউল্লাহর বাড়িতে ৬ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেয়ার পূর্বে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনার ও সাবেক এমপির জামাতা মোঃ আনিছুর রহমান একথা বলেন। তিনি বলেন, আমার শশুড় সাবেক এমপির এই এলাকার মানুষের জন্যে কাজ করেছেন, আমি জামাতা হিসেবে এবং আমার স্ত্রী তার মেয়ে হিসেবে সেবামূলক কাজ করার চেষ্টা করছি।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপির ভাগ্নে জিএস তছলিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, সাবেক এমপির ভাই মোঃ অলি উল্ল্যাহ, মেয়ে পারুল আক্তার রূপালী, সফিউল্লাহ কাকন। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশানের স্ত্রী সালমা আক্তার রূপালী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, ওসি আঃ মান্নান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আঃ ছোবহান লিটন, ইউপি চেয়ারম্যান এসএম কাউছারুল আলম কামরুল, সাবেক এমপির ভাগ্নে আঃ কাদের খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ শীতবস্ত্র তুলে দেন লোকজনের মাঝে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়