প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৭:২৪
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের নগদ অর্থ প্রদান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল ঘর নির্মাণের জন্যে নগদ অর্থ প্রদান করেছে। এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল ২০২৫) আয়োজিত অনুষ্ঠানে
ক্লাবের সভাপতি নাসরিন আক্তারের সভাপ্রধানে ও সেক্রেটারী আফরোজা পারভীনের পরিচালনায় উপস্থিত ছিলেন আইপিপি মিতু আক্তার, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসলিমা সুলতানা মুন্নী প্রমুখ।
উল্লেখ্য, ২৭ মার্চ ২০২৫ চাঁদপুর শহরস্থ জামতলা রোডের বকুলতলায় অগ্নিকাণ্ডে একটি পরিবারের পুরো ঘরটি আগুনে পুড়ে যায়। ওই অসহায় পরিবারটিকে ঘর নির্মাণের জন্যে ক্লাবের পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।