মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১২:০৬

কচুয়ায় বিশিষ্ট সমাজসেবক আলী আহমদের ইন্তেকাল

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় বিশিষ্ট সমাজসেবক আলী আহমদের ইন্তেকাল

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক ডা. হামীমা আক্তারের পিতা সাবেক স্যানিটারি ইন্সপেক্টর আলী আহম্মদ (৯১) ইন্তেকাল করেছেন (ইন্না.....রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীদের রেখে যান। মরহুমের ছোট ছেলে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাঈনউদ্দিন আহমেদ সবুজ জানান, তাঁর পিতা আলী আহম্মদ দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিকস ও হৃদরোগে ভোগে আসছিলেন। বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা কেন্দ্রী ঈদগাহ মাঠে প্রথম জানাযা ও সকাল ১০ টায় তাঁর গ্রামের বাড়ি পৌরসভাধীন কড়ইয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম আলী আহমদের মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন- সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়