বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ২০:৩৮

শাহরাস্তিতে কুকুরের কামড়ে ৮ শিশুসহ আহত ৯

অনলাইন ডেস্ক
শাহরাস্তিতে কুকুরের কামড়ে ৮ শিশুসহ আহত ৯

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ৮ শিশুসহ ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিয়েছেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হাসপাতালের জরুরী বিভাগে ৯ কুকুরে কামড়ে আহত রোগী চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে পৌরসভার বাত্তলা গ্রামের ১ শিশু, নিজমেহার গ্রামের ৪ শিশু ও এক যুবক, করবা গ্রামের ২ শিশু ও হোসেনপুর গ্রামের ১ শিশু রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু নাছের শাকিল জানান, বিকেল ৫ টা পর্যন্ত জরুরী বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ জানান, সম্প্রতি শাহরাস্তি উপজেলায় বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ৮ শিশুসহ ৯ জন আক্রান্তের ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা ও প্রাণীসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়