বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ জুন ২০২১, ২১:৫২

চাঁদপুর পৌরসভার জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার জাতীয় ভিটামিন
ছবি : সংগৃহিত

চাঁদপুর পৌরসভার জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। ভিটামিন এ অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধিনে জাতিয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দু' বার জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন করে থাকে। এইর ধারাবাহিকতায় শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষে চাঁদপুর পৌর এলাকায় গত ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়ষী শিশুদেরকে ৮৩ টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

প্রতিদিন ৪০ জন টিকাদান কর্মী ও ৪০ জন স্বেচ্ছাসেবক সদস্য পৌর এলাকার সকল অস্থায়ী ক্যাম্পে তাদের দায়িত্ব পালন করেছেন বলে চাঁদপুর পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মোঃ হানিফ গাজী জানান। তিনি বলেন, পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দ্দেশনা মোতাবেক আমরা শিশুদেরকে টিকা খাওয়াতে শতভাগ সফল হয়েছি। পৌর মেয়রের নির্দেশনা ছিল পৌর এলাকার কোনো শিশু যেন ভিটামিন "এ" ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে। আমরা মেয়রের নির্দেশনা মোতাবেক কাজ করতে চেষ্টা করেছি।

বর্তমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ও কয়েকদিন যাবত ধারাবাহিক বৃষ্টির মধ্যে দিয়েই স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবক সদস্যগণ তাদের দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে এ কর্মসূচি সফল করার চেষ্টা করেন। তিনি বলেন ভিটামিন "এ" শিশুদেরকে শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব থেকেই রক্ষা করে না, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতাসহ শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়