প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:২৯
শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষক আবদুল গফুরের ৯ম মৃত্যুবার্ষিকী
সোমবার (৯ জানু:) চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসার সাবেক বাংলা শিক্ষক ডা: আবদুল গফুরের ৯ম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এ দিনে (১০ জানুয়ারি) ইন্তেকাল করের তিনি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী কামিল মাদ্রাসা ও পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রফেসর আবদুল গফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স, মাস্টার্স কৃতিত্বের সঙ্গে শেষ করে চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসায় বাংলা বিষয়ে শিক্ষকতা শুরু করেন। আবদুল গফুরের জন্মভূমি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কান্দপাচুরিয়া গ্রামে। টাঙ্গাইল জেলার বাসিন্দা হয়েও তিনি প্রায় ৩০ বছর কাটিয়েছেন শাহতলির মাটি ও মানুষের হৃদয়ের কাছ। শিক্ষকতার পাশাপাশি জীবনদ্দশায় তিনি শাহতলী বাজারে হোমিও চিকিৎসক হিসেবে ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন।