বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ২০:৫০

রামপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল ও টিসিবি পণ্য বিতরণ

গোলাম মোস্তফা
রামপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল ও টিসিবি পণ্য বিতরণ

দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুইবছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ১২০ জন দুঃস্থ মহিলার মাঝে শেষ বারের মত ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি র্কাডের ৩০ কেজি হারে দুই বছর মেয়াদের শেষ মাসের চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।

অন্যদিকে বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় রামপুর ইউনিয়নেও ১ হাজার ৬৬ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর উদ্বোধন এর মধ্য দিয়ে কার্ডধারীদের মাঝে ৪২০ টাকার বিনিময়ে ২ কেজি মশারী ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি বিক্রি করা হয়েছে।

উভয় কার্যক্রম উদ্বোধনকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী বলেন, অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ত্রিশ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। বিগত দুই বছরে চাল নিতে আসা দুস্থ মহিলারা যদি পরিষদের কারো কথায় মনঃক্ষুণ্ন হয়ে থাকেন তাহলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। মানুষের কষ্টের কথা ভাবেন। তাই সারা দেশের ন্যায় রামপুরেও ১ হাজার ৬৬ জন মানুষের কাছে স্বল্প দামে এই পণ্য বিক্রি করে যাচ্ছে। দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায়, তারা যেন সূলভ মূল্যে এই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন তার জন্য বর্তমান সরকারের এই উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির, ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ রাকিবুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বিভিন্ন ওয়ার্ড ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়