প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৬:১৩
কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
কচুয়ায় করোনার উপসর্গ নিয়ে ৩জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভাধীন
|আরো খবর
৭নং ওয়ার্ডের ধামালুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে প্রায় ১০ মিনিটের
ব্যবধানে প্রধানীয়া বাড়ির আঃ জলিল (৭৭), পশ্চিমপাড়া হাজী বাড়ির রাবেয়া
বেগম (৩৬) নামের দুই জনের মৃত্যু হয়। এছাড়া একইদিন সকালে গোহট উত্তর
ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫২) নামের আরেক ব্যক্তি
করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে।
এ ব্যাপারে পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর জানান, ধামালুয়া গ্রামে
করোনার উপসর্গ নিয়ে প্রায় ১০ মিনিটের ব্যবধানে প্রধানীয়া বাড়ির আঃ জলিল ও
পশ্চিমপাড়া হাজী বাড়ির রাবেয়া বেগম মারা গেছে।
গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন জানান, সকাল ৭টার দিকে
সাতবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন নামের ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা
যায়। মৃতব্যক্তির পরিবারের কোন সদস্য দাফন কাজে অংশগ্রহণ না করায় আমি
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের টিম নিয়ে তার দাফন কার্যক্রম সম্পন্ন করি।
কচুয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দীন মাহমুদ
জানান, কচুয়ায় মঙ্গলবার পর্যন্ত ১২শ ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
তন্মধ্যে ৩শ ৯৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মৃতের সংখ্যা
০৯ জন। তিনি আরো জানান, টিকা গ্রহণের বিকল্প নেই। তাই সকলকে টিকা গ্রহণ
করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।