প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২, ২১:১২
নারায়ণপুর ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে জাতীয় কর্মসুচির সাথে মিল রেখে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়। দিবসের কর্মসুচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশন, স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্প স্তবক অর্পণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
|আরো খবর
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপ্রধানে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. কাউছার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মবিন সুজন প্রধান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. আব্দুল মবিন প্রধান, মো. রাশেদ খান, নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. মেসলেহ উদ্দিন, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মো. ইকবাল হোসেন, তন্বী আক্তার, সালমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সহ-সভাপতি মো. মাসুদ হোসেন শাকিল, সম্পাদক কাউছার আলম পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।বক্তারা স্বাধীনতা যুদ্ধে এ দেশের রাজনীতিক, চিকিৎসক, আইনজীবী, শিক্ষকসহ আপামর বাঙালির আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে শিক্ষার্থীদের একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী মো. ফারুক প্রধান , গীতা পাঠ করেন রিয়া দাস।