বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ১৮:৫৩

হাজীগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

'এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি' এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (২৩ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা। এ সময় এন্টিবায়োটিক সেবন বা ব্যবহারে বিভিন্ন তথ্য ও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

এতে বলা হয়, এন্টিবায়োটিক ব্যবহার বিধি না মানা, যত্রতত্র ও মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিক সংক্রমণ চিকিৎসায় দিনে দিনে অকার্যকর হয়ে পড়ছে। বিশেষ করে উন্নয়নশীল ও তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিপজ্জনকহারে এন্টিবায়োটিকের ব্যবহার করায় আমাদের শরীরে নেতিবাচক প্রভাব তৈরি করছে।

মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহিন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাইদ চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আফছার।

বক্তব্যের শুরুতেই এন্টিবায়োটিক সেবন বা ব্যবহারে নির্দেশনা, নিয়মাবলি ও বিভিন্ন তথ্যসহ ডকুমেন্টারি উপস্থাপন করেন, মেডিকেল অফিসার ডা. শামসুল আরেফিন। এছাড়াও বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. মহিবুল আলম রুবেল।

এ সময় আবাসিক মেডিকেল অফিসার ড. মো. জামাল উদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, মেডিকেল অফিসার, সুধী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়