প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৮:৫০
কচুয়ায় লকডাউন বাস্তবায়নে মাঠে রোভার স্কাউট
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি লোকজনদের সরকারি বিধিনিষেধ মানাতে ও জনসমাগম নিয়ন্ত্রনে রাখতে কচুয়ার রোভার স্কাউট সদস্যরা কাজ করে যাচ্ছে।
|আরো খবর
০১ আগস্ট রবিবার কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ও রহিমানগর শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজের রোভার স্কাউট গ্রুপের রাসেল খানের নেতৃত্বে ২০ জন সদস্য কচুয়ার বাইপাস সড়ক, পৌর বাজার, সুবিদপুর মোড়, রহিমানগর বাজার ও চৌরাস্তা এলাকায় লকডাউন বাস্তবায়নে কাজ করতে দেখা যায়।
সকাল থেকে পুলিশ প্রশাসনের সাথে সড়কে আগত যানবাহন ও মানুষকে ঘরমুখী করার পাশাপাশি যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মুখে মাস্ক পরিয়ে দিতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট সদস্য আবু বক্কর সিদ্দিকী, শরিফুল ইসলাম, শুভ, বিনয় সরকার, ইয়ামিন, আব্দুল আল মামুন, মাজারুল প্রমুখ। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কচুয়ার সুশীল সমাজ ও সচেতনমহল।