প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৮:১৬
চাঁদপুর রোটারী ক্লাবের অক্সিজেন সেবা কার্যক্রম শুরু
চাঁদপুর রোটারী ক্লাব মুমূর্ষু করোনা রোগীদের বাঁচাতে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছে।
|আরো খবর
৩১ জুলাই শনিবার সন্ধ্যায় এ ক্লাবের পক্ষ থেকে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর কেনা হয়। আরো একটি অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৬টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ ও কেনার বিষয়টি দ্রুত প্রক্রিয়াধীন। এমতাবস্থায় ১ আগস্ট রোববার খবর এলো, নিকটস্থ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দুজন মুমূর্ষু করোনা রোগী অক্সিজেন সঙ্কটে ধুঁকছেন এবং তাদের জরুরি প্রয়োজনে হাসপাতালে কর্মরত জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেল উক্ত কনসেন্ট্রেটরটি চাচ্ছেন, তখন ক্লাবের প্রেসিডেন্ট শাহেদুল হক মোর্শেদ কোনোরূপ আনুষ্ঠানিকতা ছাড়াই সেটি দিয়ে দেন।