সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ২০:০৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করলেন বৈশাখী বড়ুয়া

কামরুজ্জামান টুটুল
জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করলেন বৈশাখী বড়ুয়া

কর্মে আর গুনে হাজীগঞ্জবাসীর মন জয়কারী হাজীগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রনালয়ে যোগদান করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব মো: তোফাজ্জল হোসেন উক্ত আদেশে সাক্ষর করেন। উক্ত আদেশের প্রেক্ষিতে বৈশাখী বড়ুয়া গত ০৮ নভেম্বর তারিখে জনপ্রশাসন মন্ত্রনালয়ে যোগদান করেন। এর আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে সফলতার সহিত কাজ করেছেন।

উল্লেখ্য, পরিকল্পনা কমিশনে যোগদানের পূর্বে বৈশাখী বড়ুয়া হাজীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় ৩ বছর কাজ করেছেন। করোনাকালীন মহাদুর্যোগের শুরুর দিকে লকডাউন সফল করতে গিয়ে নিজে দুই বার করোনা আক্রান্ত হয়েছেন। এ ছাড়া স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরন, অপেক্ষাকৃত অস্বচ্ছল মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরন,বেসরকারি উদ্যোগে ঘর নির্মাণের জন্য জনপ্রশাসন পদক অর্জন এবং ব্যাপক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। মূলত এই সকল কারনে তিনি হাজীগঞ্জ বাসীর মনে স্থান করে নিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়