প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ২২:০১
চাঁদপুরে প্রথমবারের মত পালিত হলো "জাতীয় সংবিধান দিবস"
আন্তর্জাতিকভাবে গর্ব করার মত আমাদের অর্জন হল সংবিধান: জেলা প্রশাসক কামরুল হাসান
সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় প্রথমবারের মত পালিত হলো ৫০ তম "জাতীয় সংবিধান দিবস"। এ উপলক্ষে ৪ নভেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চাঁদপুর কামরুল হাসান। সভায় চাঁদপুর জেলার বিভিন্ন দফতরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ এবং ছাত্রছাত্রীসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় আগত অতিথিবৃন্দ বাংলাদেশের সংবিধান রচনার পটভূমি ও সংবিধান চর্চার গুরুত্ব তুলে ধরেন । এছাড়া আলোচনার এক পর্যায়ে হাতে লেখা সংবিধানের একটি কপি প্রদর্শিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিকভাবে গর্ব করার মত আমাদের অর্জন হল সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বের কারণ অতি অল্প সময়ে আমরা একটি সংবিধান পেয়েছি। যেখানে সকল নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে।
|আরো খবর
সংবিধান প্রসঙ্গে আরও বক্তব্য রাখেন জেলায় বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি প্রমুখ উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বাধীনতার ৫০ বছর পর প্রথমবারের মতো ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়েছে। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। এর পরিপ্রেক্ষিতে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া নিয়ে আবার আলোচনা সামনে আসে।