বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ১৫:২৫

ফরিদগঞ্জে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা, যুব ঋণ ও প্রশিক্ষিতদের সনদ বিতরণী অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আজিজুন নাহারের সভাপতিত্বে ও সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কৃষ্ণ দাস।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৬০ জন যুব প্রশিক্ষিতদের মধ্যে সনদ ও ১২জন সুবিদাভোগীদের মাঝে ৫ লক্ষ ৪০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করেন অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়